রাস্তার পাশে ২৫ ফুট দূরে দূরে কাঁচাবাজার বসানোর নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১:১৩ এএম, ১৮ এপ্রিল ২০২০
এটি এই করোনাকালের ছবি। গত ১৬ এপ্রিল রাজধানীর কারওয়ান বাজারের চিত্র। ছবি- সংগৃহীত

সামাজিক দূরত্ব নিশ্চিত করতে কাঁচাবাজারগুলোর বাইরে রাস্তার পাশে ২০ থেকে ২৫ ফুট দূরে দূরে বাজার বসানোর জন্য পরামর্শ দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

ডিএমপির মুখপাত্র ডিএমপি নিউজ বিষয়টি নিশ্চিত করেছে।

ডিএমপি জানায়, 'ঢাকা মহানগরীতে প্রতিষ্ঠিত কাঁচাবাজারের ভেতরে স্থান স্বল্পতার জন্য মানুষদের গাদাগাদি করে কেনাকাটা করতে হচ্ছে।

এমতাবস্থায় বাজারের ভেতর থেকে দোকান যতটা সম্ভব বাইরে এনে রাস্তার পাশে ২০ থেকে ২৫ ফুট দূরে দূরে বসানোর জন্য পরামর্শ প্রদান করা হলো।

এ ব্যাপারে নগরবাসী ও সবজি বিক্রেতারা করোনা ভাইরাসের সংক্রামণরোধে সামাজিক দায়বদ্ধতা থেকে সর্বাত্মক সহযোগিতা করবে বলে প্রত্যাশা ঢাকা মেট্রোপলিটন পুলিশের।

এআর/জেডএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।