সুচিকে সুযোগ দিতে সংবিধান সংশোধনের প্রস্তাব


প্রকাশিত: ০২:৫১ পিএম, ৩১ অক্টোবর ২০১৪

মায়ানমারে আগামী বছর অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে বিরোধী দলীয় নেত্রী অং সান সুচিকে সুযোগ দিতে সংবিধান সংশোধনের বিষয়টি পার্লামেন্ট আলোচনা করার সিদ্ধান্ত নিয়েছে দেশটির আধা সামরিক সরকার।

 

এক খবরে এএফপি জানিয়েছে, প্রেসিডেন্ট থেইন সেইন এর সাথে সু চিসহ দেশটির রাজনৈতিক নেতাদের সাথে আলোচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

 

শুক্রবার দেশটির রাজধানী নেপিডোতে এ বৈঠক অনুষ্ঠিত হয়। ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি দলের নেত্রী সু চি দীর্ঘদিন থেকেই এ ধরনের বৈঠকের আহবান জানিয়ে আসছিলেন।

 

আলোচনা শেষে প্রেসিডেন্টের মুখপাত্র ইয়ে হটুট সাংবাদিকদের জানান, তারা আইন অনুযায়ী সংবিধান সংশোধনের বিষয়টি পার্লামেন্টে আলোচনা করতে রাজি হয়েছেন।

 

প্রসঙ্গত, গত সপ্তাহে দেশটির কর্মকর্তারা ২০১৫ সালের অক্টোবরের শেষে অথবা নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দেন।

 

মায়ানমারের সংবিধান অনুযায়ী, কোনো নাগরিকের স্বামী বা স্ত্রী বা সন্তানের বিদেশি নাগরিকত্ব থাকলে তিনি প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিতে পারেন না। সু চি প্রয়াত স্বামী এবং দুই সন্তানই ব্রিটিশ নাগরিক।

 

তাই শান্তিতে নোবেল জয়ী সু চিকে প্রেসিডেন্ট নির্বাচনে সুযোগ দিতে হলে সংবিধানের এই ধারার সংশোধন প্রয়োজন।

 

চলতি বছরের জুনে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের ওয়েবসাইটে সু চি ২০১৫ সালের প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেন। গণতন্ত্রের দাবিতে আন্দোলনের কারণে তিনি দীর্ঘদিন গৃহবন্দী ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।