আমরা পঙ্কজ শরণকে কখনো ভুলবো না : মেনন


প্রকাশিত: ০৯:৫৪ পিএম, ১৪ অক্টোবর ২০১৫

বেসরকারি বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, পঙ্কজ শরণ বাংলাদেশে হাইকমিশনের দায়িত্ব পালন কালে ভারত ও বাংলাদেশের মধ্যে যে সুসম্পর্ক বজায় রয়েছে তার সঙ্গে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় থাকবে আগামী দিনগুলোতেও। আমরা তাকে ভুলবো না।

বুধবার রাজধানীর প্যানপ্যাসিফিক সোনারগাঁ হোটেলে পঙ্কজ শরণের বিদায়ী সংবর্ধনায় এসব কথা বলেন বিমান ও পর্যটনমন্ত্রী। বিদায়ী অনুষ্ঠানে পঙ্কজ শরণ বলেন, আগামী দিনে এ সম্পর্ক আরো গভীর হবে। আর বাংলাদেশকে তিনি কখনো ভুলবেন না বলেও উল্লেখ করেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, মন্ত্রিপরিষদ সচিব মোশারফ হোসেন ভুঁইয়া, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, কুটনৈতিক ব্যক্তিবর্গ।

আরএম/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।