ইতালির পথে তাভেল্লার মরদেহ
রাজধানীর কূটনীতিক পাড়া গুলশানে দুর্বৃত্তদের গুলিতে নিহত ইতালিয়ান নাগরিক সিজারে তাভেল্লার (Cesare Tavella) মরদেহবাহী বিমান রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইতালির উদ্দেশে ছেড়ে গেছে।
নিহত হওয়ার ১৬ দিন পর অবশেষে মরদেহটি বুধবার রাত ৯টা ৪৫ মিনিটে এমির্যাটস এয়ারওয়েজের ইকে-৫৮৫ কার্গো ফ্লাইটের মাধ্যমে ইতালি পাঠায় ইতালিয়ান দূতাবাস।
বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দর আর্ম পুলিশ ব্যাটালিয়নের সহকারী কমিশনার (এসি-মিডিয়া) তানজীনা আক্তার। তিনি জাগো নিউজকে বলেন, ইতালিতে পাঠানোর জন্য রাতেই বিমানবন্দরের কার্গো ভিলেজে রাখা হয় তাভেল্লার মরদেহ।
এর আগে গত ৮ সেপ্টেম্বর গুলশানে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন ঢাকায় নেদারল্যান্ডসভিত্তিক বেসরকারি প্রতিষ্ঠান আইসিসিও-বিডির প্রকল্প ব্যবস্থাপক তাবেলা সিজার।
ময়নাতদন্ত সম্পন্ন করার পর থেকেই সিজারের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের হিমঘরে রাখা ছিল।
অবশেষে বুধবার সকালে ইতালিয়ান দূতাবাসের দুই কর্মকর্তা ড্যানিল পাউলো নোতারো এবং জিওভ্যালি ছিয়িনি ঢামেক মর্গের আনুষ্ঠানিকতা শেষে তার মরদেহ গ্রহণ করেন।
পরে মরদেহ ইতালিতে পাঠানোর জন্য হোমবাউন্ড’র কুরিয়ারের সুপারভাইজার জ্যাকব ফিলিপকে হস্তান্তর করেন তারা।
জেইউ/বিএ