ডিবি কার্যালয়ে এমপি লিটন


প্রকাশিত: ০৫:১০ পিএম, ১৪ অক্টোবর ২০১৫

বহুল আলোচিত গাইবান্ধার সংসদ সদস্য ও শিশু সৌরভকে গুলি করে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জুরুল ইসলাম লিটনকে গ্রেফতারের পর ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে নেয়া হয়েছে। বুধবার রাত ১০টা ৪৫ মিনিটে তাকে ডিবি কার্যালয়ে নেয়া হয়।

ডিএমপির (মিডিয়া) উপ-পুলিশ কমিশনার (এডিসি) এসএম জাহাঙ্গীর আলম সরকার এমপি লিটনকে ডিবি কার্যালয়ে নেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে রাত ১০টার দিকে রাজধানীর উত্তরা থেকে এমপি লিটনকে গ্রেফতার করা হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জাগো নিউজকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম-কমিশনার (ডিবি) ও ডিবির উত্তর বিভাগের উপ-পুলিশ কমিশনার শেখ নাজমুল আলমও গ্রেফতারের তথ্য নিশ্চিত করেছেন।

ডিএমপির ডিবি উত্তর বিভাগের উপ-পুলিশ কমিশনার শেখ নাজমুল আলম বলেন, আদালতের নির্দেশনার পর থেকেই এমপি লিটন নজরদারিতে ছিলেন। গ্রেফতারের পর এমপি লিটনকে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়েছে।

উল্লেখ্য, গত ২ অক্টোবর ভোরে সুন্দরগঞ্জ উপজেলার দহবন্ধ ইউনিয়নের গোপালচরণ এলাকায় এমপি লিটনের ছোড়া গুলিতে দুই পায়ে গুলিবিদ্ধ হয় গোপালচরণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী শাহাদাত হোসেন সৌরভ (৮)।

শিশু সৌরভ বর্তমানে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালের শিশু সার্জারি বিভাগে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনার পর দিন সৌরভের বাবা এমপি লিটনকে আসামি করে সুন্দরগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

এআর/জেইউ/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

আরও পড়ুন