টুঙ্গিপাড়ায় এরকম করোনা আক্রান্ত হবে ভাবিনি : শেখ হাসিনা

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১২:১৩ পিএম, ১৬ এপ্রিল ২০২০
ফাইল ছবি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, গোপালগঞ্জ বা টুঙ্গিপাড়ায় এরকম করোনা আক্রান্ত হবে, এটা সত্যিই আমি ভাবতে পারিনি।বাইরে থেকে বিশেষ করে বরিশাল থেকে যাতে লোকজন না যায়, সেটা একটু দেখতে হবে।

বৃহস্প‌তিবার গোপালগঞ্জ জেলার প্রতিনিধিদের সঙ্গে ভিডিও কনফারেন্সে তিনি এ কথা বলেন। দেশের করোনা পরিস্থিতি নিয়ে ঢাকা বিভাগের নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, নরসিংদী, ফরিদপুর, রাজবাড়ী, শরীয়তপুর, মাদারীপুর ও গোপালগঞ্জ জেলার সংশ্লিষ্টদের সঙ্গে তিনি মতবিনিময় করছেন।

প্রধানমন্ত্রীর সরকা‌রি বাসভবন গণভবন থে‌কে আজ সকাল ১০টায় মত বি‌নিময় শুরু হয়।

প্রধানমন্ত্রীর এ বক্তব্যের পর গোপালগঞ্জের সিভিল সার্জন জানান, ১৭ জনের মধ্যে ১০ জন পুলিশ। আর ৭ জন নারায়ণগঞ্জ থেকে যাওয়া।

এরপর শেখ হাসিনা বলেন, শিবচর হয়ে আমাদের টুঙ্গিপাড়ায় গিয়ে এই ভাইরাস ছড়ালো।

এইচএস/জেডএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।