কে কোন দল করে দেখার দরকার নেই : সরকারপ্রধান

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:৩৭ এএম, ১৬ এপ্রিল ২০২০
ফাইল ছবি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ কাজ করে জনগণের জন্য। কে কোন দল করে, কে আমার পক্ষে, কে আমার পক্ষে না, কে আমার ভোটার, কে আমার ভোটার না, সেটা দেখার দরকার নেই। যার অবস্থা খারাপ, দুস্থ, ঘরে খাবার নেই, তার ঘরে খাবার পৌঁছে দিতে হবে।

বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সে নারায়ণগঞ্জ জেলায় কথা বলার সময় স্থানীয় সংসদ সদস্য নজরুল ইসলাম বাবুকে উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।

শেখ হাসিনা বলেন, আমাদের যারা আছে, সংগঠনের প্রত্যেকটি, একবারে তৃণমূল পর্যায়ে কমিটি করে দিতে হবে। যারা সত্যিকারের অভাবে আছে, যারা আমার ভোটার বা আমাকে ভোট দেয় শুধু তাদের নয়। এখানে সাধারণ জনগণ যারা সত্যিকার অভাবে আছে, তাদের নামের তালিকা করতে হবে।

তিনি বলেন, আমি চাই আওয়ামী লীগর প্রত্যেকটা নেতাকর্মী সেই মানসিকতা নিয়ে কাজ করবে। আর সেভাবে কাজ করব। এখান থেকে সবাইকে ম্যাসেজটা পৌঁছাতে চাই। ইতোমধ্যে আমাদের ম্যাসেজ চলে গেছে। এটা প্রশাসনকে সহযোগিতা করার জন্য। যাতে করে সঠিক নামটা আসে। খাবার থেকে শুরু করে ওষুধপত্র কোনো কিছুর অভাব নেই। অভাব থাকবে না। আমরা সেটার ব্যবস্থা করব।

এইউএ/জেডএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।