গণতন্ত্রের সংগ্রামে ধর্ম ব্যবসায়ীরা থাকবে না : বলরাম পোদ্দার
অগ্রণী ব্যাংকের পরিচালক অ্যাডভোকেট বলরাম পোদ্দার বলেন, রাজনীতির মূল বিষয় হচ্ছে ক্ষমতা। ক্ষমতার জন্য ধর্মকে ব্যবহার করা হয়, আর তখন উদ্ভব ঘটে সাম্প্রদায়িকতার। গণতন্ত্রের সংগ্রামে ধার্মিক নেতারা থাকতে পারেন, কিন্তু ধর্ম ব্যবসায়ীরা কখনোই থাকবে না।
তিনি বলেন, রার্ষ্ট্র হচ্ছে নাগরিকদের স্বার্থরক্ষার প্রতিষ্ঠান, রাষ্ট্র সব নাগরিককে সমান চোখে দেখবে এটিই প্রত্যাশিত। সাম্প্রদায়িকতা ধর্মের নয়, রাজনীতির ব্যাপার।
গত সোমবার সকালে বরিশালের আগৈলঝাড়া উপজেলার গৈলা মনসা মন্দির প্রাঙ্গণে দূর্গাপুজা উপলক্ষে নবদ্বীপ পোদ্দার ফাউন্ডেশনের উদ্যোগে সুবিধাবঞ্চিতদের মাঝে বস্ত্রবিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তবে তিনি এসব কথা বলেন।
গৈলা মনসা মন্দির উন্নয়ন কমিটির সভাপতি শিক্ষক তারাক চন্দ দের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান জসীম সরদার, গৈলা ইউপি চেয়ারম্যান আবুল হোসেন লাল্টু, বার্থী তারা মায়ের মন্দির কমিটির সাধারণ সম্পাদক প্রনব রঞ্জন দত্ত, গৈলা মনসা মন্দির উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক দুলাল দাস গুপ্ত, আওয়ামী লীগ নেত্রী পেয়ারা ফারুক বখতিয়ার, অবসরপ্রাপ্ত শিক্ষক ফণি ভূষন কর্মকার, আ.মান্নান সরদার, শিক্ষক আভা মুখার্জি, মন্দির কমিটির সদস্য সুশান্ত কর্মকার, ইউপি সদস্য তরিকুল ইসলাম চানসহ প্রমুখ।
এমএএস/আরআইপি