কুমিল্লায় আড়াই কোটি টাকার ভারতীয় শাড়ি আটক


প্রকাশিত: ১২:৫৬ পিএম, ১৪ অক্টোবর ২০১৫

কুমিল্লায় ১০ বিজিবির অভিযানে ভারতীয় শাড়ি ভর্তি কাভার্ডভ্যান আটক করা হয়েছে। বুধবার বিকেলে বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার ভোরে ১০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মোখলেসুর রহমানের নেতৃত্বে একটি বিশেষ টহল দল গোপন সূত্রে খবর পেয়ে জেলার চৌদ্দগ্রাম উপজেলার মিয়া বাজার এলাকায় অভিযান চালায়।

এসময় ভারতীয় শাড়ি বোঝাই একটি কাভার্ডভ্যান আটক করে এর ভেতর থেকে ৩ হাজার ৬১৫ পিস ভারতীয় শাড়ি উদ্ধার করা হয়। আটককৃত শাড়ি ও কাভার্ডভ্যানের আনুমানিক মূল্য দুই কোটি ৪১ লাখ পাঁচ হাজার টাকা বলে বিজিবি দাবি করেছে। আটককৃত মালামাল কুমিল্লা কাস্টমস অফিসে জমা করা হয়েছে।

মো. কামাল উদ্দিন/এমজেড/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।