যুক্তরাজ্যে বেকারত্বের হার সাত বছরে সর্বনিম্ন


প্রকাশিত: ১০:৫১ এএম, ১৪ অক্টোবর ২০১৫

যুক্তরাজ্যে বেকারত্বের হার বিগত সাত বছরের মধ্যে সর্বনিম্ন অবস্থানে নেমে এসেছে। দেশটিতে এর আগে ২০০৮ সালে বেকারত্বের হার ছিলো ৫ দশমিক ৫ শতাংশ। আর বর্তমানে এ বেকারত্বের হার সর্বনিম্ন ৫ দশমিক ৪ শতাংশে নেমেছে। দেশটির জাতীয় পরিসংখ্যান অধিদফতর মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত জুন থেকে আগস্ট পর্যন্ত ১০ লাখ ৭৭ হাজার বেকারের মধ্যে অন্তত ৭৯ হাজার জন কাজে যোগ দিয়েছে। ১৯৭১ সালের পর থেকে দেশটিতে কর্মসংস্থানের হার সর্বোচ্চ পর্যায়ে রয়েছে।

বর্তমানে ৭৩ দশমিক ৬ শতাংশ মানুষ কর্মজীবী বলে ওই প্রতিবেদনে বলা হয়েছে। এছাড়া, আগস্ট থেকে তিন মাসে কর্মজীবীদের আয় গত বছরের চেয়ে অন্তত ৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

এদিকে, বেকারত্বের হার কমলেও দেশটিতে অর্থনৈতিক সংকটের কারণে মজুরি বৃদ্ধির গতি তেমন ভাল নয়। তবে ব্যাংক অব ইংল্যান্ড আশা করছে, খুব শিগগিরই এ অবস্থার পরিবর্তন হবে।

এসআইএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।