শিক্ষার্থীদের বৃত্তির চেক প্রদান করলো সেনা কল্যাণ সংস্থা


প্রকাশিত: ১০:৪৫ এএম, ১৪ অক্টোবর ২০১৫

ঢাকা সেনানিবাসের শিক্ষা প্রতিষ্ঠানের ২৯৯ শিক্ষার্থীকে শিক্ষামূলক বৃত্তির চেক প্রদান করেছে সেনা কল্যাণ সংস্থা। বুধবার ঢাকা সেনানিবাসের আদমজী ক্যান্টনমেন্ট কলেজ অডিটোরিয়ামে এক অনুষ্ঠানের মাধ্যমে চেকগুলো বিতরণ করেন সংস্থাটির চেয়ারম্যান মেজর জেনারেল মো. জাহিদুর রহমান।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)`র সহকারী পরিচালক মোহাম্মদ রেজা-উল করিম শাম্মী স্বাক্ষরিত একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ বছর সেনা কল্যাণ সংস্থা সারাদেশের ৬ষ্ঠ শ্রেণি থেকে স্নাতকোত্তর পর্যায়ে ৯ হাজার ৩৯৭ শিক্ষার্থীর মাঝে ২ কোটি ৯০ লাখ ৬৮ হাজার টাকার শিক্ষামূলক বৃত্তি প্রদান করেছে। তবে এ দিন শুধুমাত্র উচ্চ মাধ্যমিক (সাধারণ, কারিগরী ও মাদ্রাসা) পর্যায়ের বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদেরকেই চেক প্রদান করা হয়।

অনুষ্ঠানে এ সময় আরো উপস্থিত ছিলেন- সেনাকল্যাণ সংস্থার মহাপরিচালক (কল্যাণ) ব্রিগেডিয়ার জেনারেল মো. ওমর ফারুক, আদমজী ক্যান্টনমেন্ট কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল তামিম আহমেদ চৌধুরী প্রমুখ।

উল্লেখ্য, শিক্ষাবৃত্তি ছাড়াও সেনা কল্যাণ সংস্থা বিভিন্ন সময়ে কারিগরী প্রশিক্ষণের জন্য পেশামূলক বৃত্তি, দেশ-বিদেশে চিকিৎসা সুবিধা, বয়োজ্যেষ্ঠ ভাতা, বিশ্রামাগার সুবিধা, সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত হতদরিদ্র মুক্তিযোদ্ধা সদস্য ও বিধবা পত্নীদের জন্য বাসস্থানের ব্যবস্থা, সিএসআর ফান্ড হতে আর্থিক সহায়তা প্রদান এবং বৃদ্ধদের জন্য বৃদ্ধাশ্রমে বিনামূল্যে থাকা খাওয়ার সুবিধাও প্রদান করা হয়ে থাকে।
 
এআর/আরএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।