জেলা পর্যায়ে সুন্দরবন কুরিয়ারের সেবা চলছে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:২৫ এএম, ১৪ এপ্রিল ২০২০

সুন্দরবন কুরিয়ার সার্ভিস প্রাইভেট লিমিটেডের পণ্য সরবরাহ সেবা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (প্রশাসন) এম. আনোয়ারুল রহমান।

সোমবার এক বিজ্ঞপ্তিতে আনোয়ারুল রহমান বলেন, করোনাভাইরাস পরিস্থিতি মোকাবিলায় সরকারের লকডাউনে সব যোগাযোগ বন্ধ থাকলেও বাণিজ্য মন্ত্রণালয় থেকে গত ২ এপ্রিল ই-কমার্সসহ কুরিয়ার সার্ভিসকে লকডাউনের আওতামুক্ত রাখা হয়েছে।

সে পরিপ্রেক্ষিতে সুন্দরবন কুরিয়ার সার্ভিস প্রাইভেট লিমিটেড জেলা পর্যায়ে দেশের প্রত্যন্ত এলাকায় মানুষের জীবন রক্ষাকারী ওষুধ/পিপিই, সরকারি ও বেসরকারি ত্রাণ সামগ্রী, চিকিৎসা সরঞ্জাম, ডকুমেন্ট ও ননডকুমেন্টসহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য ও পণ্য সামগ্রী পরিবহনে সেবা অব্যাহত রেখেছে।

এ পরিপ্রেক্ষিতে সুন্দরবন কুরিয়ারের কার্যক্রম অব্যাহত থাকায় যেকোনো ব্যক্তি/প্রতিষ্ঠান এ ধরনের আপদকালীন সময়ে অতি সহজে জরুরি প্রয়োজনে এর সেবা নিতে পারছেন।

পিডি/এমআরএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।