প্রণোদনা : চিকিৎসক-নার্সদের তালিকা চেয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৫:২৬ পিএম, ১৩ এপ্রিল ২০২০

প্রধানমন্ত্রী ঘোষিত করোনায় আক্রান্তদের চিকিৎসায় নিয়োজিত চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্য কর্মীদের কাজের স্বীকৃতিস্বরূপ প্রণোদনা দিতে স্বাস্থ্য অধিদফতরের কাছে সুনির্দিষ্ট তালিকা চেয়ে চিঠি দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

রোববার (১২ এপ্রিল) স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ পার-২ বিভাগের উপসচিব শারমিন আক্তার জাহান স্বাক্ষরিত স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালককে লেখা এক চিঠিতে বলা হয়, করোনা আক্রান্তদের সেবায় নিয়োজিত চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মীদের কাজের স্বীকৃতিস্বরূপ প্রণোদনা দেয়ার বিষয়ে ঘোষণা দেন প্রধানমন্ত্রী। এ প্রেক্ষিতে প্রধানমন্ত্রীর দফতরে উল্লেখিত চিকিৎসক-নার্সসহ চিকিৎসা কর্মীদের তালিকা প্রেরণ করতে হবে।

এমতাবস্থায় প্রধানমন্ত্রী প্রত্যেক ঘোষিত প্রণোদনা প্রদানের নিমিত্তে করোনা আক্রান্ত রোগীদের সেবায় নিয়োজিত চিকিৎসক নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মীদের সুনির্দিষ্ট তালিকা প্রেরণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

এমইউ/এএইচ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।