শহীদ মিনারে আমরণ অনশনে মেডিকেল ভর্তিচ্ছুরা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:২৬ এএম, ১৪ অক্টোবর ২০১৫

মেডিকল ও ডেন্টালের ভর্তি পরীক্ষা বাতিল করে পুনরায় ভর্তি পরীক্ষা নেয়ার দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে আমরণ অনশন কর্মসূচি পালন করছেন মেডিকেলে ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাবকরা। বুধবার সকাল ১১টা থেকে শুরু হয় এ আমরণ অনশন কর্মসূচি।

এসময় শিক্ষার্থী এবং অভিভাবকরা পুনরায় ভর্তি পরীক্ষা নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেন। দাবি আদায়ের লক্ষ্যে রাতেও শহীদ মিনারে অবস্থান করার ঘোষণা দিয়েছেন তারা।

অনশন কর্মসূচিতে ছাত্র ইউনিয়নের সভাপতি লাকী আক্তার বলেন, বাংলাদেশে বর্তমানে প্রশ্ন ফাঁস একটি স্বাভাবিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। প্রথমমিক বিদ্যালয় থেকে শুরু করে একেবারে উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান এবং নিয়োগ পরীক্ষাগুলোতে প্রতিনিয়তই ফাঁস হচ্ছে প্রশ্ন। মেডিকেল ভর্তি পরীক্ষায়ও সে কাণ্ডই হয়েছে। কিন্তু তা দেখেও না দেখার ভান করছেন স্বাস্থ্যমন্ত্রী।

তিনি বলেন, যদি প্রশ্ন ফাঁস না ই হয়ে থাকে তাহলে কেন এতো জনকে গ্রেফতার করা হয়েছে। আজ আন্দোলনকে গলা টিপে হত্যার ষঢ়যন্ত্র করা হচ্ছে। দেশের মন্ত্রী এমপিরাতো সর্দি-কাশি হলেও সিঙ্গাপুর যান। কিন্তু সাধারণ মানুষ কোথায় যাবে এটা তারা ভাবেন না। আমরা অনতিবিলম্বে ফাঁস হওয়া প্রশ্নে নেয়া ভর্তি পরীক্ষা বাতিল করে পুনরায় ভর্তি পরীক্ষা নেয়ার আহ্বান জানাই।

প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে আন্দোলনরত শিক্ষার্থীদের অভিবাবক আশরাফ কামাল বলেন, প্রধানমন্ত্রী দয়া করে আপনি পাঁচ মিনিটের জন্য হলেও আমাদের কথা শুনেন। আমাদের প্রমাণগুলো আপনি দেখুন। এবং এরই ভিত্তিতে একটি সঠিক তদন্ত কমিটি গঠন করুন। তদন্তের মাধ্যমে বিষয়গুলোর সুরাহ করুন।
অনশনে শিক্ষার্থীরা বলেন, স্বাস্থ্যমন্ত্রী আপনার ৫২,৭১,৯০ এর ছাত্র আন্দোলনের কথা স্মরণ করুন। এদেশের ছাত্র সমাজ যা চায় তা করেই ছাড়ে। আপনি ছাত্রদের ক্ষেপাবেন না। দয়া করে আমাদের প্রমাণগুলো দেখে সঠিকভাবে বিষয়গুলোর সুরাহ করুন। আমাদের ছেলে-মেয়েদের পুনরায় ভর্তি পরীক্ষা দেয়ার সুযোগ দিন।

এমএইচ/এসএইচএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।