ঠাকুরগাঁও চিনিকলে অর্থ আত্মসাতের অভিযোগ


প্রকাশিত: ০৭:০৬ এএম, ১৪ অক্টোবর ২০১৫

ঠাকুরগাঁও চিনিকলের মিল স্পিড রিডাকশন গিয়ার, শ্যাফ্ট জার্নাল বিয়ারিং এর যন্ত্রপাতি মেরামতের নাম করে প্রায় ১০লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে চিনিকল কর্তৃপক্ষের বিরুদ্ধে।

অভিযোগ সূত্রে জানা গেছে, ঠাকুরগাঁও চিনিকল কারখানা বিভাগের প্রায় ১০ লাখ টাকার যন্ত্রপাতি মেরামত দেখিয়ে উর্ধ্বতন কর্মকর্তা আত্মসাত করেছেন। যন্ত্রপাতি মেরামত বিষয়ে জানা যায় যে কারখানার নিজস্ব মেকানিক্স ও ফিটার খালাসিদের দ্বারা কাজ সম্পূর্ণ করা হয়। (ঠাচিক/বানি/ক্রয়/২১/২০১৩/সিটি-২৫০এ) (এ)/ ৫০৫৫ তাং ১৭/০৬/২০১৪ এ স্মারকপত্রে দেখা যায়, যন্ত্রপাতির মেরামত কাজে ওই সময় হক মেটাল ওয়ার্কশপ ঠনঠনিয়া বগুড়ার এ প্রতিষ্ঠানকে প্রায় ১০ লাখ টাকার দরপত্রের মাধ্যমে কাজ প্রদান করা হয়েছে।

হক মেটাল ওয়ার্কশপের মালিক হূমায়ুন কবিরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জাগো নিউজকে জানান, আমরা ঠাকুরগাঁও চিনিকলে ২০১২ থেকে ২০১৫ সাল পর্যন্ত কোনো প্রকার কাজ করিনি। ঠাকুরগাঁও চিনিকলে হক মেটাল ওয়ার্কশপের প্যাডে ৫০ ভাগ  বিল পরিশোধ দেখানো হয়েছে এ বিষয়ে তিনি জানান, ওয়ার্কশপের কিছু কর্মকর্তার যোগসাজসে সাদা প্যাড দিয়ে এমন ঘটনা ঘটেছে বলে তিনি জানান এবং যে চেকের মাধ্যমে বিল পরিশোধ করা হয়েছে তাতে তার স্বাক্ষর নেই বলে তিনি নিশ্চিত করেন।

ঠাকুরগাঁও চিনিকল কারখানার এক মেকানিক্স মুক্তিযোদ্ধা খগেন্দ্র জানান, মেরামত কাজে ৮০ হাজার টাকা শ্রমিকদের দেয়া হয়েছে। কিন্তু টাকা উত্তোলন করেন প্রায় ১০ লাখ টাকা। এই টাকা আত্মসাতকারীদের বিচার দাবি করেন তিনি।

সুগার মিল কারখানা ব্যবস্থাপনা পরিচালক এনায়েত হোসেনের কাছে টাকা আত্মসাতের বিষয়ে জানতে চাইলে তিনি জাগো নিউজকে বলেন, এ বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তারা তদন্ত করে গেছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

রবিউল এহসান রিপন/এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।