বান্দরবানে নিরাপত্তা জোরদার
মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সংগঠন আরাকান আর্মির বহুল আলোচিত নেতা ডা. রেনিন সুয়েকে গ্রেফতারের ঘটনায় বান্দরবানে সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তা জোরদার করেছে বিজিবি। মঙ্গলবার রাত সাড়ে ৩টার দিকে রাঙামাটি জেলার ইসলামপুর থেকে তাকে গ্রেফতার করা হয়।
বান্দরবান সেক্টর কমান্ডার কর্নেল অলিউর রহমান জাগো নিউজকে জানান, বিচ্ছিন্নতাবাদী সংগঠনের নেতা রেনিন সুয়েকে গ্রেফতারের ঘটনাকে কেন্দ্র করে সীমান্তে অপ্রীতিকর ঘটনা এড়াতে বান্দরবানে সীমান্তবর্তী এলাকাগুলোতে বাড়তি নিরাপত্তা জোরদার করা হয়েছে।
প্রসঙ্গত, গত আগস্ট মাসে আরাকান আর্মির ১৩ ঘোড়া আটকের ঘটনাকে কেন্দ্র করে বান্দরবানের থানচি বড়মদক এলাকায় আরাকান আর্মির সঙ্গে বিজিবির গোলাগুলি হয়। এতে এক বিজিবি সদস্য আহত হয়। পরে এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করে কারাগারে পাঠায় পুলিশ।
সৈকত দাশ/এসএস/পিআর