ফেনীতে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার
ফেনীর ছাগলনাইয়ায় নুরুল করিম (২৫) নামে এক ব্যবসায়ীকে মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার পাঠান নড়গর ইউনিয়নের কাঁচারি বাজার এলাকার একটি কবরস্থান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, ওই এলাকার শাহ আলম টি স্টলের মালিক নুরুল করিম সোমবার রাতে বাড়ি থেকে বের হয়।পিরে তিনি বাড়ি না ফেরায় পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পরও তাকে না পেয়ে ছাগলনাইয়া থানাকে অবহিত করে। পরে মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে পথচারীরা কাঁচারি বাজার এলাকার কবরস্থানের পাশে মরদেহ পড়ে থাকতে দেখে। পরে খবর দিলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।
পুলিশ জানায়, নিহত নুরুল করিমের পায়ে ও গলায় কাটা দাগ রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাকে হত্যা করে মরদেহ ওই স্থানে ফেলে গেছে।
ছাগলনাইয়া থানা পুলিশের পরিদর্শক মো. রাশেদ খান চৌধুরী জানান, পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আধুনিক ফেনী সদর হাসপাতালে পাঠিয়েছে।
জহিরুল হক মিলু/এসএস/এমএস