তাভেল্লার মরদেহ হস্তান্তর
রাজধানীর কূটনীতিক পাড়া গুলশানে দুর্বৃত্তদের গুলিতে নিহত ইতালিয়ান নাগরিক সিজারে তাভেল্লার (Cesare Tavella) মরদেহ দূতাবাস কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।
বুধবার সকাল সাড়ে ৯টার দিকে ইতালীয় দূতাবাসের দুজন কর্মকর্তা ঢামেক হাসপাতালে পৌঁছানোর পর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধান ডা. কাজী মো. আবু শামা মরদেহ তাদের কাছে হস্তান্তর করেন।
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডিবির একজন কর্মকর্তা ও গুলশান থানার উপ-পরিদর্শক (এসআই) সাব্বির রহমান এবং উপ-পরিদর্শক (এসআই) আব্দুল্লাহ।
উপ-পরিদর্শক (এসআই) সাব্বির রহমান জানান, মরদেহটি বুঝে নিতে দূতাবাসের দুজন কর্মকর্তা ঢামেকে আসেন। তারা হলেন, জিবালি ভ্যানি চিয়ানি ও বেনিল পাওলো নাটারু।
হোম বাউন্ড নামের একটি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মরদেহটি ইতালি পাঠানোর ব্যবস্থা করেছে দূতাবাসের কর্মকর্তারা।
এর আগে বুধবার সকালে সিজারে তাভেল্লার মরদেহ নিতে হোম বাউন্ডের একটি অ্যাম্বুলেন্স ঢামেক হাসপাতালে পৌঁছে।
মরদেহ নিতে আসা হোম বাউন্ডের ইনচার্জ ফিলিপ জানান, মরদেহ নিয়ে রাজধানীর তেজগাঁওয়ে তাদের কার্যালয়ে গিয়ে সেখানে প্রয়োজনীয় কাজ শেষ করবেন। আজ রাতেই ইতালির উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে তাদের।
উল্লেখ্য, গত ২৮ সেপ্টেম্বর সন্ধ্যায় গুলশানের ২ নম্বর কূটনীতিক এলাকার ৯০ নম্বর সড়কে ইতালিয়ান নাগরিক সিজারে তাভেল্লাকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা।
নিহত সিজার নেদারল্যান্ড ভিত্তিক আইসিসিও-বাংলাদেশ নামের একটি বেসরকারি প্রতিষ্ঠানের প্রুফস প্রকল্পের ব্যবস্থাপক হিসেবে কাজ করতেন।
জেইউ/একে/এমএস