এমপি মন্নুজানসহ ১৭ জনের বিরুদ্ধে তিন মামলা
খুলনার দৌলতপুর দিবা-নৈশ কলেজের সাবেক অধ্যক্ষসহ তিন শিক্ষককে বরখাস্তের ঘটনায় সাবেক শ্রম প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগের কেন্দ্রীয় নেত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপিসহ ১৭ জনের বিরুদ্ধে তিনটি মামলা দায়ের হয়েছে। মঙ্গলবার খুলনার সহকারী জজ আদালত দৌলতপুরে মামলা ৩টি দায়ের করা হয়।
মামলার বাদীরা হলেন, কলেজের সাবেক অধ্যক্ষ চৌধুরী মাহাবুবুল হক, জীব বিজ্ঞান বিভাগের প্রভাষক কাজী মিজবাফুল তারিক এবং ইংরেজি বিভাগের প্রভাষক ফারজানা হক। এ ঘটনায় আদালত আগামী ৩০ দিনের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছেন।
মামলায় বাদী পক্ষের আইনজীবী অ্যাড. মো. জাফর আলী জানান, কলেজ পরিচালনা পরিষদের সভাপতি মন্নুজান সুফিয়ান এমপিসহ পরিচালনা পরিষদসহ ১৭ জন বিবাদী উল্লেখিত ৩ জন বাদিকে গত ২৭ সেপ্টেম্বর বেআইনীভাবে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করেন। তাদের আত্মপক্ষ সমর্থনেরও কোন সুযোগ দেয়া হয়নি। এ কারণে বাদীরা আলাদা আলাদাভাবে মামলা তিনটি দায়ের করেন।
মামলায় দেওয়ানী কার্যবিধি আইনের ৩৯ আদেশের ১/২ বিধি ও ১৫১ ধারা মতে, ৭ জন বিবাদীর বিরুদ্ধে অস্থায়ী ও বাধ্যতামূলক নিষেধাজ্ঞার আবেদন করা হয়। আদালতের ভারপ্রাপ্ত বিচারক মোক্তাদির আলম শুনানি শেষে সংশ্লিষ্ট ৭ বিবাদীকে আগামী ৩০ দিনের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দেন।
উল্লেখ্য, এর আগেও দৌলতপুর দিবা-নৈশ কলেজের শিক্ষক নিয়োগে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে মন্নুজান সুফিয়ান এমপিসহ অন্যদের বিরুদ্ধে আদালতে একাধিক মামলা দায়ের করা হয়।
আলমগীর হান্নান/এসএস/এমএস