চাঁদপুরে ৭৯২ মেট্রিক টন ধান ও ডাল বীজ বরাদ্দ


প্রকাশিত: ০৯:৩২ পিএম, ১৩ অক্টোবর ২০১৫

আসন্ন শীতকালীন ফসল চাষের জন্য চাঁদপুর জেলায় প্রথম পর্যায়ে ৭৯২ মেট্রিক টন ধান ও ডাল বীজের বরাদ্দ মিলেছে। বরাদ্দকৃত এসব বীজ প্রতিদিন চাঁদপুর বিএডিসি গোডাউনে মজুদ করা হচ্ছে। বিএডিসি চাঁদপুরের সিনিয়র সহকারী পরিচালক (বীবি) কৃষিবিদ মো. খলিলুর রহমান এ তথ্য জানান।

তিনি জাগো নিউজকে বলেন, চাঁদপুর জেলায় প্রথম পর্যায়ে ৭৭৫ দশমিক ৯১ মেট্রিক টন ধান বীজ বরাদ্দ মিলেছে। এর মধ্যে বিআর৩- ৩৮মেট্রিক টন, বিআর১৪- ৮মেট্রিক টন, ব্রিধান১৬- ২৫ মেট্রিক টন, ব্রিধান২৬- ২২ দশমিক ৮৫ মেট্রিক টন, ব্রিধান২৮- ৩৪৮ মেট্রিক টন, ব্রিধান২৯- ২৮৬ মেট্রিক টন, ব্রিধান৪৭- ৬ দশমিক ৩৭ মেট্রিক টন, ব্রিধান৫০-১৩ মেট্রিক টন, ব্রিধান৫৫- ৬ মেট্রিক টন, ব্রিধান৫৮- ১ দশমিক ৫ মেট্রিক টন এবং এসএল৮ এইচ- ২০ মেট্রিক টন বরাদ্দ মিলেছে।

জেলায় বিভিন্ন জাতের ডাল বীজ বরাদ্দ মিলেছে ১৬ দশমিক ১৫ মেট্রিক টন। এসব বীজ বিএডিসি গোডাউনে আনা হচ্ছে এবং গুদামজাত করা হচ্ছে। মৌসুমে এসব বীজ সরকারি মূল্যে কৃষকদের মাঝে বিক্রি করা হবে।

ইকরাম চৌধুরী/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।