ইসলামী ঐক্যজোট নেতা মাওলানা আব্দুস সামাদের ইন্তেকাল


প্রকাশিত: ০৮:২৫ পিএম, ১৩ অক্টোবর ২০১৫

ইসলামী ঐক্যজোটের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী বিভাগের সভাপতি আলহাজ্ব মাওলানা আব্দুস সামাদ (৫৫) ইন্তেকাল করেছেন (ইন্নালিল­াহি...রাজিউন)। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে ভারতের মুর্শিদাবাদের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

মাওলানা আব্দুস সামাদ রাজশাহী মহানগরীর মালোপাড়াস্থ দারুল উলুম মাদরাসার মুহতামিম, উপশহর দারুল উলুম মাদরাসা ও এতিমখানার পরিচালক ও সভাপতি ছিলেন। তিনি স্ত্রী, দুই পুত্র, দুই কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তিনি বাংলাদেশ ইমাম সমিতির রাজশাহী মহানগীর সহ-সভাপতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছিলেন। বুধবার বাদ যোহর নগরীর শাহ মাখদুম ঈদগাহে নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ, রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের দায়িত্বপ্রাপ্ত মেয়র মো. নিযাম উল আযীম, মহানগর বিএনপির সভাপতি মিজানুর রহমান মিনু, সাধারণ সম্পাদক অ্যাড. শফিকুল হক মিলনসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

শাহরিয়ার অনতু/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।