তাভেল্লার মরদেহ ইতালিতে যাচ্ছে বুধবার


প্রকাশিত: ০৫:৫৩ পিএম, ১৩ অক্টোবর ২০১৫

রাজধানীর কূটনীতিক পাড়া গুলশানে দুর্বৃত্তদের গুলিতে নিহত ইতালিয়ান নাগরিক সিজারে তাভেল্লা (Cesare Tavella) মরদেহ বুধবার রাতে ইতালিতে নেয়া হচ্ছে। ইতালিয়ান দূতাবাসের ব্যবস্থাপনায় হোম বাউন্ড নামে একটি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মরদেহ পাঠানোর এ সিদ্ধান্ত হয়েছে।

মঙ্গলবার রাতে জাগো নিউজকে এ তথ্য জানান ডিএমপির উপ-কমিশনার (ডিসি-মিডিয়া) মুনতাসিরুল ইসলাম। তিনি বলেন, আজ (মঙ্গলবার) বাংলাদেশে অবস্থিত ইতালিয়ান দূতাবাস নিহত তাভেল্লার মরদেহ নিয়ে যাওয়ার বিষয়ে পুলিশের সঙ্গে যোগাযোগ করেছে।

তিনি বলেন, বর্তমানে তাভেল্লার মরদেহ বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে সংরক্ষিত রয়েছে। বুধবার সকালে ঢামেক কর্তৃপক্ষের কাছ থেকে মরদেহ গ্রহণ করার কথা রয়েছে ইতালিয়ান দূতাবাসের।

উল্লেখ্য, গত ২৮ সেপ্টেম্বর সন্ধ্যায় গুলশানের ২ নম্বর কূটনীতিক এলাকার ৯০ নম্বর সড়কে ইতালিয়ান নাগরিক সিজারে তাভেল্লাকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা।

নিহত সিজার নেদারল্যান্ডভিত্তিক আইসিসিও-বাংলাদেশ নামের একটি বেসরকারি প্রতিষ্ঠানের প্রুফস প্রকল্পের ব্যবস্থাপক হিসেবে কাজ করতেন।

জেইউ/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।