মান নিশ্চিত হয়ে কৃষকদের সার বিতরণের সুপারিশ
সরবরাহের পূর্বে গুণগত মান নিশ্চিত হয়ে কৃষকদের মধ্যে সার বিতরণের সুপারিশ করেছে সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।
মঙ্গলবার সংসদ ভবনে কমিটির সভাপতি কাজী কেরামত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ সুপারিশ করা হয়।
কমিটির সদস্য অ্যাডভোকেট রহমত আলী, শহীদুজ্জামান সরকার, এ কে এম শাহজাহান কামাল, আব্দুল মজিদ খান এবং মীর মোস্তাক আহমেদ রবি সভায় অংশ নেন।
সভায় ৯ম জাতীয় সংসদের প্রথম থেকে শেষ অধিবেশন পর্যন্ত এবং ১০ম জাতীয় সংসদে সম্প্রতি সমাপ্ত অধিবেশন পর্যন্ত সময়ে সংসদের ফ্লোরে প্রধানমন্ত্রী এবং কৃষিমন্ত্রীর দেয়া প্রতিশ্রুতির উপর বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি) কর্তৃক কৃষি মন্ত্রণালয়ের বিভিন্ন প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতির বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এসময় মন্ত্রীদের দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের হার তুলনামূলক কম হওয়ায় অসন্তোষ প্রকাশ করে কমিটি।
কমিটি রাজবাড়ীতে একটি ধান গবেষণা ইনস্টিটিউট স্থাপনের সুপারিশ করে।
সভায় উল্লেখ করা হয়- বর্তমান সরকার সারসহ প্রতিটি কৃষি উপকরণে সর্বোচ্চ পরিমাণ ভর্তুকি দিয়ে যাচ্ছে। বলা হয় সরকার গত ২০১২-১৩, ২০১৩-১৪ ও ২০১৪-১৫ অর্থ বছরে যথাক্রমে ১১ হাজার ৯৯৯ কোটি ৯৯ লাখ, ৮ হাজার ৯৭৩ কোটি ৫২ লাখ ও ৭ হাজার ১০১ কোটি ৫ লাখ টাকা ভর্তুকি দিয়েছে। চলতি অর্থ বছরেও ভর্তুকি বাবদ ৯ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।
সভায় কৃষি মন্ত্রণালয়ের সচিবসহ মন্ত্রণালয় এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এইচএস/একে/আরআইপি