করোনায় আক্রান্ত যুবক পলাতক : হন্যে হয়ে খুঁজছে পুলিশ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:১২ পিএম, ০৭ এপ্রিল ২০২০

নিশ্চিত হওয়ার পর উত্তরার এক আবাসিক ভবন লকডাউন করতে গিয়ে করোনায় আক্রান্ত রোগীর সন্ধান পাচ্ছে না পুলিশ। সন্ধান না পেয়ে ওই রোগীকে হন্যে হয়ে খুঁজছে দক্ষিণখান থানা পুলিশ। এ জন্য পুলিশের পক্ষে সন্ধ্যার পর থেকে মাইকিং করা হচ্ছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) দক্ষিণখান থানা এলাকার আশকোনা উত্তরপাড়ার করোনায় আক্রান্ত রোগীর আবাসিক ভবন লকডাউন করতে গিয়ে এটি জানতে পারে পুলিশ।

বিজ্ঞাপন

উত্তরার এক এডিসি ও দক্ষিণখান থানার ওসি শিকদার মো. শামীম হোসেন বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, দক্ষিণখান থানাধীন আশকোনা এলাকার একটি বাসার বাসিন্দা করোনায় আক্রান্ত হয়েছে মর্মে বাসাটি লকডাউন করার নির্দেশনা পায় পুলিশ। কিন্তু ওই বাসায় যাওয়ার পর পুলিশ জানতে পারে শরীরে করোনাভাইরাস শনাক্ত হওয়া ওই যুবক পলাতক রয়েছেন। তার সন্ধানে তৎপরতা চালাচ্ছে পুলিশ।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

জানা গেছে, ওই যুবকের সন্ধানে এলাকায় পুলিশের পক্ষ থেকে সন্ধ্যার পর থেকে মাইকিং করা হচ্ছে। এতে এলাকার মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

জেইউ/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।