ডিসেম্বরের শেষভাগে পৌর নির্বাচন : শাহনেওয়াজ


প্রকাশিত: ০২:০৯ পিএম, ১৩ অক্টোবর ২০১৫
ফাইল ছবি

নির্বাচন কমিশনার মো. শাহ নেওয়াজ বলেছেন, ডিসেম্বরের তৃতীয় সপ্তাহের দিকে দুইশ` থেকে আড়াইশ’ পৌরসভার নির্বাচন করা হবে। স্থানীয় সরকার দলীয়ভাবে করার সংশোধিত আইনের আগেই হাতে এলে প্রয়োজনীয় প্রস্তুতিও সম্পন্ন করে ফেলব আমরা।
 
মঙ্গলবার দুপুরে ইসি কার্যালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। দলীয়ভাবে স্থানীয় নির্বাচন করার বিষয়ে আইন সংশোধন মন্ত্রিসভায় অনুমোদনের পর আনুষ্ঠানিকভাবে প্রতিক্রিয়া জানালো নির্বাচন আয়োজনকারী সংস্থাটি।

সরকার দলভিত্তিক পৌর নির্বাচন করার বিষয়ে সংশোধিত অধ্যাদেশ হাতে পেলেই দ্রুততার সঙ্গে বিধিমালা সংশোধন করা হবে বলেও জানান এ নির্বাচন কমিশনার।

শাহনেওয়াজ জানান, তিন শতাধিক পৌরসভার মধ্যে প্রায় আড়াইশ পৌরসভা নির্বাচন উপযোগী রয়েছে। তাতে নির্বাচন ডিসেম্বরের মধ্যে করতে হবে। এক্ষেত্রে নভেম্বরের মধ্যে তফসিল ঘোষণাও করতে হবে।

তিনি বলেন, দলীয়ভাবে এ নির্বাচন করার সরকারি সিদ্ধান্তের পর আইনটি হাতে পেলেই লোকবল বেশি নিয়োগ করে হলেও আমাদের বিধি সংশোধন করে নেব। যাতে সঠিক সময়ে নির্বাচনটি সম্পন্ন করা যায় সে চেষ্টা রয়েছে। তবে একদিনে করা হবে না আলাদাভাবে করবো তা কমিশন সভায় পরিস্থিতি পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

নির্বাচন যথাসময়ে সম্ভব না হলে প্রশাসক নিয়োগে সরকারি সিদ্ধান্তকেও ইসি স্বাগত জানাচ্ছে বলে উল্লেখ করেন শাহনেওয়াজ।

এইচএস/একে/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।