কক্সবাজার স্টেডিয়াম পরিদর্শন করলেন ফারুক আহমদ


প্রকাশিত: ০২:০০ পিএম, ১৩ অক্টোবর ২০১৫

জানুয়ারি থেকে যুবাদের বিশ্বকাপ আসর বসছে পর্যটন নগরী কক্সবাজারে। তাই পরিপূর্ণভাবে তৈরি করা হচ্ছে অনুশীলন ও মূল মাঠের ৩৪টি গ্রাউন্ডস পিচসহ শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের সবকিছু। প্রস্তুতি দেখে সন্তুষ্টি প্রকাশ করেছেন বিসিবি’র প্রধান নির্বাচক ফারুক আহমদ ও গ্রাউন্ড কমিটির চেয়ারম্যান।

মঙ্গলবার দুপুরে পরিদর্শক টিম সাগর পাড়ের এই ভেন্যূ পরিদর্শন করেন। এসময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিসিবি’র প্রধান নির্বাচক ফারুক আহমদ জানান, চলমান কাজগুলো শেষ হয়ে গেলে কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম হবে দেশের সেরা সৌন্দর্য্যময় স্টেডিয়াম।

এখানে শুধু যুবাদের বিশ্বকাপ নয়, একদিন বিশ্বের সবচেয়ে বড় আসরও বসতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেন বিসিবি’র প্রধান নির্বাচক।

এসময় বিসিবি’র গ্রাউন্ড কমিটির চেয়ারম্যান মো. হানিফ ভুঁইয়া, প্রধান কিউরেটর গামিনী সিলভা ও কক্সবাজারেরস ভেন্যূ ম্যানেজার বাহার উদ্দিন চৌধুরীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, কক্সবাজারের এই ভেন্যুতে অনুষ্ঠিত হবে প্রায় ১৯টি ম্যাচ। বিশ্বের প্রায় সব দেশের পাশাপাশি খেলবে স্বাগতিক বাংলাদেশও।

সায়ীদ আলমগীর/আরটি/এসকেডি/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।