রাখীদাস পুরকায়স্থের মৃত্যুতে ওয়ার্কার্স পার্টির শোক

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৬:২৯ পিএম, ০৭ এপ্রিল ২০২০

বাংলাদেশ মহিলা পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা ও নারীনেত্রী রাখী দাশ পুরকায়স্থের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা।

মঙ্গলবার এক বার্তায় তারা এই শোক প্রকাশ করেন। রাখীদাস পুরকায়স্থ দীর্ঘনি রোগভোগের পর সোমবার ভারতের গোহাটি অ্যাপোলো হাসপাতালে মৃত্যুবরণ করেন।

বিজ্ঞাপন

তিনি ঐক্য ন্যাপের সভাপতি পংকজ ভট্রাচার্যের সহধর্মিনী। রাখীদাস পুরকায়স্থ ছিলেন এ দেশের নারী মুক্তি আন্দোলনের অন্যতম সংগঠক।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, তার মৃত্যুতে জাতি একজন দেশপ্রেমিক, সংগ্রামী নারী নেত্রি ও নারী জাগরণের অন্যতম পথিকৃতকে হারাল, যা অপূরণীয় ক্ষতি। বিবৃতিতে তারা রাখীদাস পুরকায়স্থর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এফএইচএস/জেডএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।