কৃষিপণ্য উৎপাদন ও সরবরাহ অব্যাহত রাখতে হবে : প্রধানমন্ত্রী

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০১:৪৬ পিএম, ০৭ এপ্রিল ২০২০
ফাইল ছবি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুলিশ প্রশাসনসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, কৃষিপণ্য উৎপাদন ও সরবরাহ অব্যাহত রাখতে হবে।

তিনি বলেন, খামারিদের বাঁচাতে গরুর দুধ কিনে এই মুহূর্তে এলাকার গরিব মানুষ ও শিশুদের মধ্যে সরবরাহ করা যেতে পারে। তাহলে তারা কিছুটা পুষ্টি পাবে।

মঙ্গলবার ভিডিও কনফারেন্সে তিনি এ কথা বলেন। সকাল ১০টায় গণভবন থেকে এই ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম ও সিলেট বিভাগের জেলাগুলোর সঙ্গে ভিডিও কনফারেন্সে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী।

অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্যসচিব ড. আহমদ কায়কাউস।

প্রধানমন্ত্রী বলেন, এ সময় কৃষকরা প্রচুর শাক-সবজি, ফলমূল যাই উৎপাদন করছে তা যেন তারা বাজারজাত করতে পারে এবং যারা ক্রেতা তারা যেন কিনতে পারে। তাহলে কৃষক তার পণ্যের ন্যায্যমূল্য পাবে।

শেখ হাসিনা বলেন, আমাদের কৃষকরা প্রচুর খাদ্য উৎপাদন করছে। এগুলো যত্ন করে সংগ্রহ করতে হবে। আমরা খাদ্যদ্রব্য ভালোভাবে মজুত করতে পারলে ভবিষ্যতে বিদেশে রফতানি করতে পারব।

তিনি বলেন, আমাদের এক ইঞ্চি খালি জায়গা, পুকুর ডোবা নালা যেন পতিত না থাকে। যে যেখানে পারেন উৎপাদন করবেন। সারাবিশ্বে করোনাভাইরাসের যে প্রলয় বয়ে যাচ্ছে তাতে খাদ্যের সংকট হবে। আমরা যেন সে সংকটে না পড়ি। আমাদের খাদ্য যেন উদ্বৃত্ত থাকে। প্রয়োজনে আমরা যেন খাদ্য বিদেশে পাঠাতে পারি।

এফএইচএস/বিএ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।