খাগড়াছড়ির শিশুদের হাম বাড়ার কারণ জানতে চাইলেন প্রধানমন্ত্রী
পার্বত্য জেলা খাগড়াছড়ির শিশুদের মধ্যে হঠাৎ হাম বেড়ে যাওয়ার কারণ কী, তা জানতে চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার (৭ এপ্রিল) ভিডিও কনফারেন্সে অংশ নিয়ে প্রধানমন্ত্রী সংশ্লিষ্টদের কাছে এ প্রশ্ন করেন।
প্রধানমন্ত্রী বলেন, খাগড়াছড়িতে হঠাৎ শিশুদের মধ্যে হাম কেন বেড়ে গেল? তারা কি হামের টিকা নেয় না?
উত্তরে জেলা প্রশাসক বলেন, ‘হামে যারা আক্রান্ত হচ্ছে এরা পাহাড়ি জনগোষ্ঠীর। এদের মধ্যে কিছু কুসংস্কার আছে। আমাদের এমপি এবং জেলা আওয়ামী লীগের সভাপতি ত্রিপুরা সম্প্রদায়ের। পাহাড়ি জনগোষ্ঠীর মধ্যে সচেতনতা তৈরি করার জন্য আমরা অনুরোধ করেছি। আমরা সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি। যে জায়গাগুলোতে হাম পাওয়া যাচ্ছে, সেখানে অসুস্থদের আমরা ইতোমধ্যে হাসপাতালে নিয়ে এসেছি। তাদের চিকিৎসা সেবা নিশ্চিত করেছি।’
তিনি বলেন, ‘আমাদের চিকিৎসকরা জানিয়েছেন, হামের কারণ ম্যালনিউট্রিশন (অপুষ্টি)। এ কারণে সাধারণ ত্রাণের সঙ্গে তারা যেন নিউট্রিশন পায়, এজন্য ডিমের মতো কিছু প্রোটিন তাদের এক্সট্রা দিচ্ছি।’
এ সময় প্রধানমন্ত্রী স্থানীয় সিভিল সার্জনের কাছে জানতে চান, হামের জন্য ভবিষ্যতে কী ধরনের পদক্ষেপ নেবেন?
উত্তরে ভিডিও কনফারেন্সে সিভিল সার্জন বলেন, ‘কয়েকটি স্থানে শিশুরা হামে আক্রান্ত হয়েছেন। আমরা তাদের যথাযথ চিকিৎসার ব্যবস্থা নিয়েছি। ত্রিপুরা এলাকার কুসংস্কারের কারণে তারা কেউ চিকিৎসা নিতে চায় না। আমাদের স্বাস্থ্যকর্মীরা যে টিকা দিয়ে যাচ্ছে, উনারা আসতে চায় না। তারপরও আমরা ওইসব এলাকায় টিকা দিয়ে যাচ্ছি। অল্পদিনের মধ্যে ওনাদের জন্য আমরা অবশ্যই হামের টিকার ব্যবস্থা করব।’
প্রধানমন্ত্রী খাগড়াছড়িতে করোনাভাইরাসের পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে উপস্থিত জেলা প্রশাসক বলেন, খাগড়াছড়িতে কোনো করানো রোগী পাওয়া যায়নি।
এমএএস/এসআর/এমকেএইচ