আর প্রকাশিত হবে না সাপ্তাহিক ২০০০


প্রকাশিত: ০৩:০২ পিএম, ৩০ অক্টোবর ২০১৪

অব্যাহত লোকসানে বন্ধ হয়ে গেল ১৭ বছর তুমুল জনপ্রিয়তা নিয়ে চলা সাপ্তাহিক ম্যাগাজিন ‍‍“সাপ্তাহিক ২০০০”। দেশের শীর্ষস্থানীয় এই বাংলা সাপ্তাহিকটির সর্বশেষ সংখ্যাটি প্রকাশিত হবে আগামীকাল শুক্রবার।

বৃহস্পতিবার সাপ্তাহিক ২০০০- এর সম্পাদক মঈনুল আহসান সাবের জানান, প্রকাশকের সিদ্ধান্ত অনুযায়ীই পত্রিকাটি বন্ধ করে দেওয়া হয়েছে। ২০১৪ সালের ৩১ অক্টোবরের সংখ্যাটিই এর শেষ সংখ্যা। এরপরই এর প্রকাশনা বন্ধ হয়ে যাবে।

সাপ্তাহিক ২০০০-এর সহকারী সম্পাদক মঞ্জুর শামস জানান, ম্যাগাজিনের প্রকাশক আমাদের বলেছেন তারা অব্যাহত লোকসান চালিয়ে যেতে পারবেন না।

উল্লেখ্য, ১৯৯৮ সালে যাত্রা শুরু করে সাপ্তাহিক ২০০০। অভিজ্ঞ সাংবাদিক মরহুম শাহাদাত চৌধুরী ছিলেন এর প্রতিষ্ঠাতা সম্পাদক। যাত্রালগ্ন থেকেই নির্ভরযোগ্য সংবাদ প্রকাশের কারণে ব্যাপক জনপ্রিয়তা পায় ম্যাগাজিনটি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।