করোনায় দুদক পরিচালকের মৃত্যু : চট্টগ্রামের বাড়িতে শোকের মাতম

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০৬:৪৭ পিএম, ০৬ এপ্রিল ২০২০

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) পরিচালক জালাল সাইফুর রহমান। তিনি চট্টগ্রামের সন্তান। তার মৃত্যুতে নগরের ষোলশহরের পৈতৃক বাড়িতে চলছে শোকের মাতম।

সোমবার (৬ এপ্রিল) সকালে রাজধানীর উত্তরায় অবস্থিত কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান দুদকের এ পরিচালক

তার চাচা ও নগরের ষোলশহর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আতিকুর রহমান জাগো নিউজকে বলেন, ‘বেশ কিছুদিন ধরে দুই দফা জ্বরে কষ্ট পেয়েছিল জালাল সাইফুর। পরে কুয়েত মৈত্রী হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন ছিল। গতকাল তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়। কৃত্রিম শ্বাসপ্রশ্বাস ব্যবস্থার প্রয়োজন হবে না বলে আশা করা হচ্ছিল। কিন্তু ভোরে হঠাৎ তার শারীরিক অবস্থার অবনতি হয়। মৃত্যুর আগ পর্যন্ত তিনি লাইফ সাপোর্টে ছিলেন।’

তিনি আরও বলেন, ‘জালাল সর্বশেষ গত ঈদে বাড়ি এসেছিল। বেশিরভাগ সময় স্ত্রী-পুত্র নিয়ে ঢাকায়ই থাকত। সকালে তার মৃত্যুর খবর বাড়িতে পৌঁছানোর পর থেকে শোকের মাতম চলছে এলাকায় ও বাড়িতে।’

বর্তমানে তার স্ত্রী-সন্তানদের হাসপাতালের আইসোলেশনে রাখা হয়েছে বলে জানা গেছে।

চট্টগ্রাম নগরের বাদুরতলা এলাকার এই সন্তান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে পড়াশোনা করেছিলেন। তিনি প্রশাসন ক্যাডারের ২২তম ব্যাচের কর্মকর্তা ছিলেন। প্রশাসন ক্যাডারে যোগ দেয়ার আগে তিনি ১৭তম বিসিএস শিক্ষা ক্যাডারে কাজ করেন।

উচ্ছল প্রাণবন্ত মানুষ জালাল সাইফুর রহমান বান্দরবানের রুমা, নোয়াখালীর কোম্পানীগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া কসবা উপজেলায় নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। কসবায় মাদক নির্মূল ও নারী নির্যাতন বন্ধে তার ভূমিকা আলোচিত। পদোন্নতি পেয়ে ২০১৭ সাল থেকে উপসচিব হিসেবে দুদকের প্রশাসন ও মানবসম্পদ বিভাগের দায়িত্বে ছিলেন।

জালাল সাইফুর কর্মজীবনে একজন সৎ, দক্ষ ও মেধাবী কর্মকর্তা ছিলেন। ছিলেন একজন ভালো মানুষ। কিন্তু মাত্র ৪৫ বছর বয়সে করোনার থাবায় জীবনের পাঠ চুকাতে হয়েছে তাকে। সহকর্মী, বন্ধু ও সিনিয়র কর্মকর্তাদের স্মৃতিচারণায় উঠে এসেছে জামাল সাইফুরের কর্মময় জীবনে নানা গুণের কথা।

আবু আজাদ/এফআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।