বিচার বিভাগের ওপর কোনো চাপ নেই


প্রকাশিত: ১০:৪৫ এএম, ১৩ অক্টোবর ২০১৫

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেছেন, আমি দৃঢ়তার সঙ্গে ঘোষণা করছি, বাংলাদেশের বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন। বর্তমানে বিচার বিভাগের ওপর নির্বাহী বিভাগের কোনো চাপ নেই। আইনের দৃষ্টিতে বিচারপ্রার্থীরা সকলেই সমান।

মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতি ভবনে আইনজীবীদের দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে  এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জাতীয় পার্টি অথবা কে জামায়াত এটা বিচারকের কাছে মুখ্য নয়। চলমান সংস্কার প্রক্রিয়ায় বিচার বিভাগের প্রতি জনগণের আস্থা ফিরে আসবে বলে আশা প্রকাশ করেন প্রধান বিচারপতি।

জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. আবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা ও দায়রা জজ জোয়ার্দ্দার আমিরুল ইসলাম, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাড. এস এম হায়দার আলী, পিপি অ্যাড. ওসমান গণি প্রমুখ।

এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।