মেহেরপুরে বিভিন্ন দাবিতে গ্রাম পুলিশদের মানববন্ধন


প্রকাশিত: ১০:২৪ এএম, ১৩ অক্টোবর ২০১৫

বিভিন্ন দাবিতে মৌন মিছিল ও মানববন্ধন করেছে বাংলাদেশ গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়ন মেহেরপুর জেলা শাখা। মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে সদর থানা মোড় থেকে একটি মৌন মিছিল বের হয়ে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে এ মৌন মিছিলটি শেষ হয়।

তারা দাবি করেন, গ্রাম পুলিশদের চতুর্থ শ্রেণির কর্মচারীদের মতাে সমস্কেল, অবসরকালীন ভাতা, পুলিশ ও অানছার বাহিনীদের ন্যায় রেশনিং ব্যবস্থা কার্যকর করা এবং গ্রামপুলিশ বাহিনী চাকরির বিধিমালা সংশোধনের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন তারা।

বাংলাদেশ গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়ন মেহেরপুর জেলা শাখার সভাপতি মনিরুল ইসলাম, সাধারণ সম্পাদক সহিদুল ইসলামসহ জেলার গ্রাম পুলিশেরা মানববন্ধনে অংশগ্রহণ করেন। এসময় বক্তারা দাবি মেনে নেয়ারও আহ্বান জানান।

আতিকুর রহমান টিটু/এমজেড/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।