বিচারকদের আরও আন্তরিক হওয়া প্রয়োজন : মোজাম্মেল হোসেন


প্রকাশিত: ০২:৩১ পিএম, ৩০ অক্টোবর ২০১৪

আদালতের বিচার প্রক্রিয়া গতিশীল করতে আইনজীবী ও বিচারকদের আরও আন্তরিক হওয়া প্রয়োজন বলে জানিয়েছেন প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন। বৃহস্পতিবার বিকেলে কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সংবর্ধনায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আদালতের বিচার প্রক্রিয়া গতিশীল করতে আইনজীবী ও বিচারকদের আরো আন্তরিক হওয়া প্রয়োজন। অন্যথায় সাধারণ বিচারপ্রার্থীদের দুর্ভোগ পোহাতে হয়।

তিনি আরও বলেন, আমি বিচারক পদে নিয়োগ পাওয়ার পর ৫ বছর ধরে পড়ে থাকা অনেক ফাইল নিষ্পত্তি করেছি। রাত জেগে কাজ করেছি। যতটুকু সম্ভব যে কোন বিচার ফাইল দ্রুত নিষ্পত্তি করতে হবে। দেশকে এগিয়ে নিতে সকলকে ত্যাগের মন মানসিকতা লালন করতে হবে।

এ সময় আইনজীবী সমিতির পক্ষ থেকে বিচারক সংকটের কথা উপস্থাপন করা হলে তিনি তা দ্রুত সমাধানের আশ্বাস দেন।

সভায় আইনজীবী সমিতির সভাপতি ছৈয়দ আলমের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের সভাপতি এড. একে আহমদ হোসেন, কক্সবাজার কোর্টের পাবলিক প্রসিকিউটর এড. মমতাজ আহমদ, আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এড. মোহাম্মদ তারেক, সাবেক সভাপতি এড. আবুল কালাম ছিদ্দিকী, সাবেক সাধারণ সম্পাদক এড. কামরুল হাসান, সিনিয়র আইনজীবী এম. শাহজাহান প্রমুখ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।