২০১৯ সালে আবাসন সুবিধা পাবে ৪০ শতাংশ চাকুরিজীবী
সরকারি চাকুরিজীবীদের জন্য আবারো আবাসন প্রকল্প হাতে নিয়েছে সরকার। এজন্য মঙ্গলবারের একনেক সভায় ৮৫২ কোটি টাকার একটি প্রকল্পের অনুমোদন দেয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতে সভাপতিত্ব করেন।বৈঠক শেষে পরিকল্পনা মন্ত্রী আহম মুস্তফা কামাল একথা জানান।
তিনি বলেন, বর্তমানে আট শতাংশ সরকারি চাকুরিজীবী আবাসন সুবিধা পাচ্ছেন। ঢাকায় এটা অনেক অপ্রতুল। তবে সরকার ২০১৯ সালের মধ্যে ৪০ শতাংশ সরকারি চাকুরিজীবীকে আবাসন সুবিধা দিতে চায়। সে লক্ষ্যে সরকার কাজ করছে।
তিনি আরো বলেন, ঢাকা শহরে এক লাখ ৪৮ হাজার ৯১০ সরকারী কর্মকর্তা-কর্মচারী কর্মরত আছেন। তাদের জন্য আবাসন প্রকল্প হাতে নেয়া হচ্ছে। এরই ধারাবাহিকতায় রাজধানীর মিরপুরে ১০ একর খাস জমিতে ১০ টি বিশতালা আবাসিক ভবন নির্মাণ করবে সরকার। দেড় হাজার এবং এক হাজার ২৫০বর্গফুট এ দুই ক্যাটাগরিতে এক হাজার ৬৪ ফ্ল্যাট নির্মিত হবে। গণপূর্ত ও স্থাপত্য অধিদফতর ২০১৯ সালের জুন নাগাদ এ নির্মাণ কাজ সম্পন্ন করবে।
এসএ/এএইচ/আরআইপি