৬ টন জাটকা জব্দ, দুস্থদের মাঝে বিতরণ করলেন ম্যাজিস্ট্রেট

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০:০৩ পিএম, ০২ এপ্রিল ২০২০

রাজধানীর যাত্রাবাড়ীর মাছের আড়তে অভিযান চালিয়ে ৬ টন নিষিদ্ধ জাটকা জব্দ করা হয়েছে। পরবর্তীতে জব্দকৃত মাছগুলো এতিমখানা, মাদরাসা ও দুস্থদের মাঝে বিতরণ করেন।

বৃহস্পতিবার (২ এপ্রিল) এ অভিযানের নেতৃত্ব দেন র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম। অভিযানে সহযোগিতা করে মৎস্য অধিদফতর ও র‍্যাব-১০।

fish-1

অভিযানের বিষয়ের ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম বলেন, ‘নিষেধাজ্ঞা সত্ত্বেও ধরে আনা ও বিক্রয় নিষিদ্ধ ৬ টন জাটকা মাছ অভিযানে জব্দ করা হয়। জব্দের পর বিভিন্ন এতিমখানা, মাদরাসা এবং যাত্রাবাড়ী, কমলাপুর,মানিকনগর ও খিলগাঁও এলাকার কয়েকশ গরিব, দুস্থ ও ছিন্নমূল মানুষের মাঝে সামাজিক দূরত্ব বজায় রেখে বিতরণ করা হয়।’

তিনি আরও বলেন, ‘প্রত্যেককে ৫-৬ কেজি করে মাছ দেয়া হয়। যারা পেয়েছে আশা করি, তাদের আর আগামী ৭-৮ দিন মাছ কিনতে হবে না।’

এআর/এফআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।