বাংলাদেশে তদন্তে আসতে পারে ভারতের গোয়েন্দারা


প্রকাশিত: ০১:০৪ পিএম, ৩০ অক্টোবর ২০১৪

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বর্ধমানে সাম্প্রতিক বোমা বিস্ফোরণের তদন্তের অংশ হিসেবে কেন্দ্রীয় তদন্ত সংস্থা এনআইএ বাংলাদেশেও তদন্ত চালাতে পারে। রাষ্ট্রীয় বার্তা সংস্থা পিটিআই এক খবরে জানিয়েছে যে, এই তদন্তের সাথে জড়িত এনআইএ তদন্তকারীদের একটি দলের বাংলাদেশে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

বর্ধমানের ঐ বিস্ফোরণের সাথে বাংলাদেশের নিষিদ্ধ ঘোষিত জঙ্গীদল জামায়াতে মুজাহেদিন বাংলাদেশ (জেএমবি)-এর ঘনিষ্ট যোগযোগ রয়েছে বলে ভারতের গোয়েন্দারা সন্দেহ করছেন।

সরকারি সূত্রের বরাত দিয়ে পিটিআই বলছে, বর্ধমান বিস্ফোরণের ঘটনায় যারা আটক হয়েছে তাদের জেরা করে এনআইএ গোয়েন্দারা মনে করছেন, চার দফায় মোট ১২০টি বোমা বাংলাদেশে পাঠানো হয়েছে।

কর্মকর্তারা বলছেন, ঐ বিস্ফোরণের জন্য প্রধানত দায়ী বলে যাদের সন্দেহ করা হয় সেই শেখ কাওসার এবং ইউসুফ বাংলাদেশের নাগরিক। এরা পলাতক রয়েছেন।

ঢাকার সেগুনবাগিচা থেকে আটক জেএমবির দু`জন কর্মী আসিফ আদনান এবং ফজলে এলাহী তানজিলের পুলিশি জিজ্ঞাসাবাদ সংক্রান্ত রিপোর্ট ভারত বাংলাদেশ সরকারের কাছ থেকে চেয়েছে বলেও পিটিআই খবর দিচ্ছে। -বিবিসি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।