চট্টগ্রামে মেরিডিয়ান হোটেলে আগুন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০২:০৯ পিএম, ০১ এপ্রিল ২০২০

চট্টগ্রাম নগরের জিইসি মোড়ের মেরিডিয়ান হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে প্রতিষ্ঠানটির কিচেন ও বেশ কিছু তৈজসপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এখনও সম্পূর্ণ ক্ষয়ক্ষতি নিরূপণ করা সম্ভব হয়নি।

বুধবার (১ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে হোটেলটিতে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি গাড়ি ৪৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ফরিদ উদ্দিন আহমদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জাগো নিউজকে বলেন, ‘নগরের জিইসি মোড় মেরিডিয়ান হোটেলে আগুনে প্রতিষ্ঠানটির কিচেনসহ বেশ কিছু তৈজসপত্র পুড়ে গেছে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি গাড়ি ৪৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আশঙ্কা করছি, বৈদ্যুতিক কারণে এ অগ্নিকাণ্ড ঘটে থাকতে পারে।’

অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতি সম্পর্কে পরবর্তীতে জানানো হবে বলে তিনি জানান।

আবু আজাদ/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।