রাশিফল : ১৩ অক্টোবর ২০১৫
মিথুন : আজ মা এর শরীর স্বাস্থ্য ভালো যাবে না। মায়ের কোমড় ব্যাথা বাড়তে পারে। পরিবারে কিছুটা উত্তেজনা বিরাজ করার কথা। কোনো আত্মীয়ের উপস্থিতি আপনাকে অস্বস্থিতে ফেলে দেবে।
মেষ : মূল্যবান দ্রব্য সামগ্রি সাবধানে রাখুন। কোন ঝামেলায় নিজেকে জড়াবেন না। আজ সহকর্মীদের সাথে উত্তপ্ত বাক্য বিনিময় এড়িয়ে চলুন।
বৃষ : প্রেম রোমান্স শুভ সম্ভাবনাময়। আজ প্রিয়জনের সাথে দেখা হবার যোগ প্রবল। তবে কোনো প্রকার ঝুঁকি নিতে যাবেন না। অনাকাঙ্ক্ষীত পরিস্থিতি এড়িয়ে চলুন।
কর্কট : আজ বৈদেশিক বাণিজ্যের সাথে জড়িতদের ভালো লাভের সম্ভাবনা রয়েছে। জাতিকাদের স্বর্ণালঙ্কার লাভের যোগ রয়েছে। বস্ত্র ব্যবসায় ভালো লাভের সম্ভাবনা রয়েছে। সংবাদকর্মীদের কোনো ভালো অফার লাভের সম্ভাবনা রয়েছে।
সিংহ : আপনি যদি খুচরা ব্যবসায়ী বা পাইকারী ব্যবসায়ী হয়ে থাকেন, তাহলে আজ লেনদেনে সতর্ক থাকবেন। হোটেল মোটেল ও রেস্টুরেন্ট ব্যবসায়ীরা কিছু লাভের মুখ দেখতে পাবেন।
কন্যা : অফিস বা ব্যবসা সংক্রান্ত কোনো কাজে আপনার বিদেশ যাত্রা হতে পারে। অনৈতিক সম্পর্ক ও অহেতুক চিল্লা পাল্লা না করাই ভালো। ট্রাভেল এজেন্সি ও ট্যুরিজম ব্যবসায়ীরা ভালো লাভ করতে পারেন।
তুলা : ব্যয় বৃদ্ধির কারণে কিছুটা উদ্বিগ্ন হয়ে উঠবেন। চলাফেরায় সাবধানে থাকবেন, পায়ে আঘাত লাগার আশঙ্কা রয়েছে। হোটেল ব্যবসায় ভালো বুকিং হতে পারে। ট্রান্সপোর্ট ব্যবসায়ীরা ভালো লাভের আশা করতে পারেন।
বৃশ্চিক : আজ চাকরিজীবীদের বকেয়া বেতন বোনাস আদায়ের যোগ প্রবল। ব্যবসায়ীরা আজ বকেয়া টাকা আদায় করতে পারবেন। দৈনন্দিন কাজে ভালো লাভ হবে। তবে ভ্রাতৃবিরোধ এড়িয়ে চলুন।
ধনু : সরকারি চাকরিজীবীরা পদস্ত কর্মকর্তার বিরাগ ভাজন হতে পারেন। কারো সম্পর্কে কোনো মন্তব্য করার পূর্বে সতর্ক হয়ে নিন। রাজনৈতিক নেতা কর্মীরা প্রবল প্রতিবন্ধকতার সম্মূখীন হবেন। আপনার সম্মান হানির ষড়যন্ত্র চলতে থাকবে।
মীন : গুরুত্বপূর্ণ কোনো চুক্তি করতে হলে তা এ সপ্তাহে না করাই ভাল। দাম্পত্য সুখ শান্তি বৃদ্ধির যোগ দেখা যায়। স্বামী-স্ত্রীর মধ্যকার ভুল বোঝাবুঝির অবসান আশা করা যায়।
মকর : আপনি যদি বিদেশ যাবার জন্য কোথাও টাকা দেবার জন্য মনস্থির করেন ,তাহলে পরে দিন। প্রবাসীদের দেশে আগমনের সম্ভাবনা রয়েছে। অনেকে আবার স্ত্রী সন্তানসহ বিদেশে বেড়াতে যেতে পারেন।
কুম্ভ : আজ কারো মৃত্যুতে আপনি শোকাহত হতে পারেন। ব্যাংকে কর্মরতদের দিনটি লাভ ও সাফল্যের। আপনার আবেদিত ব্যাংক ঋণ পাশের যোগ প্রবল। রাস্তা ঘাটে সতর্কতার সাথে চলাফোরা করুন, দুর্ঘটনা এড়িয়ে চলুন।
এআরএস/এমএস