বসুন্ধরা সিটিতে মিলল ৯৪ চোরাই ল্যাপটপ, গ্রেফতার ৫
রাজধানীর বসুন্ধরা সিটি থেকে ৯৪টি চোরাই ল্যাপটপসহ পাঁচজনকে গ্রেফতার করেছে তেজগাঁও থানা পুলিশ। রোববার (২৯ মার্চ) ফার্মগেট এলাকা থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন মিনহাজ উদ্দিন রাফি (২৫), আব্দুল আহাদ (২৫), সুজন সরকার (২৫) মাসুদ রানা (৩১) ও এনামুল হোসেন (১৭)।
তেজগাঁও জোনের সহকারী পুলিশ কমিশনার মো. মাহমুদ খান জানান, গত ২২ মার্চ তেজগাঁও থানার ফার্মগেট এলাকা থেকে খাজা মোহাম্মদ মঈন নামে এক ব্যক্তি ল্যাপটপ চুরির অভিযোগে তেজগাঁও থানায় মামলা দায়ের করেন। এরপর বিভিন্ন তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে ল্যাপটপ চুরির সঙ্গে জড়িত থাকার অভিযোগে মিনহাজ উদ্দিনকে রাজধানীর ফার্মগেট এলাকা থেকে গ্রেফতার করা হয়। তার দেয়া তথ্যের ভিত্তিতে রোববার বসুন্ধরা সিটি সুপার মার্কেটে অভিযান চালিয়ে আরও ৯৩টি ল্যাপটপ চোরাই ল্যাপটপ উদ্ধার করা হয়। সেখান থেকে গ্রেফতার করা হয় আরও চারজনকে।
গ্রেফতারদের বিরুদ্ধে তেজগাঁও থানায় পৃথক দুটি মামলা হয়েছে।
জেইউ/এসআর/পিআর