জয়ের সুবাস পাচ্ছে খুলনা


প্রকাশিত: ০১:০৬ পিএম, ১২ অক্টোবর ২০১৫

জাতীয় ক্রিকেট লিগে রংপুরের বিপক্ষে আব্দুর রাজ্জাক এবং মেহেদী হাসান মিরাজের ঘূর্ণিতে জয়ের সুবাস পাচ্ছে খুলনা বিভাগ। প্রথম ইনিংসে এই দুই বোলার রংপুরের দশটি উইকেট ভাগাভাগি করে নিয়েছিলেন। দ্বিতীয় ইনিংসেও রংপুরের হারানো ৬টি উইকেট তুলে নিয়েছেন তারা।

খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে জাতীয় ক্রিকেট লিগের এই ম্যাচে আগের দিনের বিনা উইকেটে ৩০ রান নিয়ে খেলতে নামে খুলনা।  তবে সঞ্জিত সাহার বোলিং তোপে পড়ে মাত্র ২০৮ রান সংগ্রহ করে সবকটি উইকেট হারায় খুলনা। দলের হয়ে সর্বোচ্চ ৪১ রান করেন মেহেদী হাসান। এছাড়া মেহেদী হাসান মিরাজ ৩৩ ও এনামুল হক করেন ৩১ রান। রংপুরের পক্ষে সঞ্জিত সাহা ৬৪ রানে তুলে নেন ৭টি উইকেট।

খুলনার ছুরে দেয়া ২০০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে আব্দুর রাজ্জাক এবং মেহেদী হাসান মেরাজের বোলিং তোপে ৫৮ রাআন তুলতেই দলের প্রথম ৬ ব্যাটসম্যানকে হারায় রংপুর বিভাগ। নাসির হোসেন সর্বোচ্চ ১৭ রান করে রাজ্জাকের বলে আউট হন। নাঈম ইসলাম ১৫ রানে অপরাজিত রয়েছেন।
 
খুলনার পক্ষে ৪৪ রানে ৪টি উইকেট নেন রাজ্জাক। এছাড়া ১৩ রানে ২টি উইকেট নেন মেরাজ।

সংক্ষিপ্ত স্কোর:

খুলনা প্রথম ইনিংস: ৬৪.৩ ওভারে ২১১ (মেহেদি হাসান মিরাজ ৬৩, এনামুল ৪১, তুষার ৩২; সঞ্জিত ৩৭/৪, শুভ ৮১/৪, তানভীর ৪৫/২)

খুলনা দ্বিতীয় ইনিংস: ৭৪.৫ ওভারে ২০৮ (মেহেদী ৪১, মেরাজ ৩৩, এনামুল ৩১, তুষার ২৯; সঞ্জিত ৬৪/৭, সাজেদুল ২১/১, শুভ ৫৯/১, তানভীর ৫৯/১)

রংপুর প্রথম ইনিংস: ৯৮.২ ওভারে ২২০ (নাসির ৯৬, শুভ ২৪, নাঈম ৪৪, ধীমান ২০; মেহেদি ৫০/৬, রাজ্জাক ৭৭/৪)

রংপুর দ্বিতীয় ইনিংস: ৩৭.৫ ওভারে ৫৮ (নাসির ১৭, নাঈম ১৫*; রাজ্জাক ৪৪/৪, মেরাজ ১৩/২)

আরটি/এমআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।