পল্লী বিদ্যুতের গ্রাহকদের সেবায় কেন্দ্রীয় নিয়ন্ত্রণ সেল

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১:২৭ পিএম, ২৯ মার্চ ২০২০

করোনাভাইরাস পরিস্থিতিজনিত কারণে পল্লী বিদ্যুতের গ্রাহকদের সেবা দিতে কেন্দ্রীয় নিয়ন্ত্রণ সেল চালু করেছে পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি)। এছাড়া ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির হটলাইনও রয়েছে।

রোববার (২৯ মার্চ) এক জরুরি গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, বর্তমান করোনাভাইরাস পরিস্থিতিজনিত কারণে জরুরি প্রয়োজনে পল্লী বিদ্যুতের যেকোনো বিদ্যুৎ পরিষেবা গ্রহণের জন্য আরইবির সদর দফতর এবং ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতিতে স্থাপিত কেন্দ্রীয় নিয়ন্ত্রণ সেলের ফোন নম্বর এবং আরইবির ওয়েবসাইট বা ই-মেইলের মাধ্যমে যোগাযোগ করার অনুরোধ করা যাচ্ছে।

আরইবির কেন্দ্রীয় নিয়ন্ত্রণ সেলের নম্বর ফোন-০২৮৯০০৫৭৫ ও মোবাইল-০১৭৯২৬২৩৪৬৭। ওয়েবসাইট-www.reb.gon.bd এবং ই-মেইল [email protected]

করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকার ২৬ মার্চ থেকে আগামী ৪ এপ্রিল পর্যন্ত ছুটি ঘোষণা করেছে। এ সময়ে প্রয়োজন ছাড়া কাউকে বাইরে বের না হওয়ার পরামর্শ দিয়েছে সরকার।

REB

আরএমএম/এসআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।