রেলওয়ের স্লিপারসহ দুই নিরাপত্তা সদস্য আটক


প্রকাশিত: ১১:৫৭ এএম, ১২ অক্টোবর ২০১৫

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় ১০ পিস রেল লাইনের স্লিপারসহ দর্শনা রেলস্টেশনে কর্মরত নিরাপত্তা বাহিনীর দুজন সদস্যকে আটক করেছে বিজিবি। সোমবার দুপুর ১২টার দিকে দর্শনা পৌরসভার ফুড গোডাউন সংলগ্ন সমিল থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলো, নিরাপত্তা বাহিনীর সদস্য যশোরের কেশবপুর উপজেলার ভগতি গ্রামের বিশু সরদারের ছেলে আব্দুল আজিজ (৫০) ও একই উপজেলার ডহরি গ্রামের মৃত ফকির ঘোষের ছেলে শ্রী নিখিল চন্দ্র ঘোষ।

বিজিবি জানায়, দুপুরে দর্শনা বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার নজরুল ইসলামের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে একদল বিজিবি সদস্য দর্শনা ফুড গোডাউন সংলগ্ন `স` মিলে অভিযান চালায়। এ সময় `স` মিল থেকে ১০ পিস রেললাইনের স্লিপারসহ আব্দুল আজিজ ও শ্রী নিখিল চন্দ্র ঘোষকে আটক করে।

দর্শনা আন্তর্জাতিক রেলস্টেশনের নিরাপত্তা বাহিনীর ইনচার্জ আলতাফ হোসেন জানান, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

দর্শনা বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
 
সালাউদ্দিন কাজল/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।