ইজিবাইকের ধাক্কায় কলেজছাত্রীর মৃত্যু, সড়ক অবরোধ
দিনাজপুরে ইজিবাইকের ধাক্কায় একাদশ শ্রেণির এক ছাত্রী নিহত হয়েছেন। সোমবার দুপুর দেড়টার দিকে শহরের বালুবাড়ি দিনাজপুর সরকারি মহিলা কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। এদিকে ওই ছাত্রীর মৃত্যুকে কেন্দ্র করে শিক্ষার্থীরা রাস্তায় আগুন জ্বালিয়ে মহাসড়কসহ বিভিন্ন সড়ক অকরোধ করে রেখেছে।
নিহত ছাত্রীর নাম বিথি লতা রায় (১৭)। তিনি দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার দক্ষিণ ছোট বাউল গ্রামের বিরেন্দ্রনাথ রায়ের মেয়ে এবং দিনাজপুর সরকারি মহিলা কলেজের একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্রী।
জানা যায়, বিথি লতা রায় ক্লাস শেষে বাড়ি ফেরার জন্য কলেজ থেকে বের হয়ে কলেজের সামনে রাস্তা পার হচ্ছিল। এ সময় দ্রুতগামী একটি ব্যাটারিচালিত ইজিবাইক তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে বিথি লতা রায় রাস্তার উপর ছিটকে পড়লে তার মাথা পুরো থেতলে গিয়ে মগজ বেরিয়ে আসে। এতে তিনি ঘটনাস্থলেই মারা যায়। এদিকে এ খবর শোনার পর তার সহপাঠীরা সড়ক অবরোধ করে রাখে।
বিথি লতা রায়ের সহপাঠী বর্ষা, জয় শ্রী রায় ও রুমা আক্তার জানায়, পূজার কেনাকাটা করার জন্য সে কলেজ শেষ করে গ্রামের বাড়িতে যাচ্ছিল।
দিনাজপুর কোতয়ালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম খালেকুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জাগো নিউজকে জানান, ইজিবাইকটিকে খুঁজে বের করার চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
এমদাদুল হক মিলন/এসএস/আরআইপি