নিত্যপণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:১৭ এএম, ২৭ মার্চ ২০২০

করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকারি ঘোষিত ছুটির মধ্যে নিত্যপ্রয়োজনীয় পণ্যবাহী যানবাহন ও বিক্রয়কর্মীর চলাচলে সহায়তা দিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।

বুধবার (২৫ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিবের কাছে এই চিঠি পাঠানো হয়েছে।

করোনাভাইরাসের কারণে ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত ছুটি ঘোষণা করেছে সরকার। এ সময়ে সব ধরনের গণপরিবহন চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। সবাইকে এ সময়ে ঘরে অবস্থানের নির্দেশনাও দিয়েছে সরকার।

‘নিত্যপ্রয়োজনীয় পণ্যবাহী যানবাহন চলাচল ও বিক্রয় প্রতিনিধির চলাচল নির্বিঘ্নকরণে সহায়তা প্রদান’ শিরোনামে চিঠিতে জননিরাপত্তা সচিবের উদ্দেশ্যে বলা হয়েছে, ‘২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত নিত্যপ্রয়োজনীয় পণ্যবাহী যানবাহন চলাচলের পাশাপাশি বিক্রয় প্রতিনিধির চলাচলে সহায়তা প্রদানের জন্য সংশ্লিষ্ট দফতরকে নির্দেশনা প্রদানের জন্য অনুরোধ জানানো হলো।’

মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, পুলিশ মহাপরিদর্শককে চিঠির অনুলিপি দেয়া হয়েছে।

কৃষি মন্ত্রণালয় থেকে মাঠ প্রশাসনের কাছে পাঠানো অপর চিঠিতে ছুটির সময়ে অত্যাবশ্যকীয় পণ্য হিসেবে রাসায়নিক সার ও অন্যান্য কৃষিজাত পণ্য/উপকরণ ব্যবসায়ের সঙ্গে জড়িতদের পণ্য পরিবহন ও ক্রয় বিক্রয়ে যাতে কোনো অসুবিধা না হয় সেই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেয়া হয়।

এ নির্দেশনার চিঠি বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা কৃষি অফিসারের কাছে পাঠানো হয়েছে।

আরএমএম/এমইউএইচ/এএইচ/এমআরএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।