অ্যাপসের মাধ্যমে ভ্যাট নিবন্ধন যাচাই


প্রকাশিত: ০৯:২৫ এএম, ১২ অক্টোবর ২০১৫

বিভিন্ন ব্যবসা-প্রতিষ্ঠান পণ্য কেনার সময় ক্রেতাদের কাছে ভ্যাট আদায় করে থাকে। তবে এই ভ্যাট সরকারি কোষাগার পর্যন্ত যাচ্ছে কিনা তা অনেকেই জানেন না। এবার মোবাইল অ্যাপসের মাধ্যমে ব্যবসা-প্রতিষ্ঠান থেকে সরবরাহ করা বিলের রশিদে ভ্যাট নিবন্ধন নম্বর সঠিক আছে কিনা তা যাচাই করতে পারবেন।

অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ব্যবহারকারীরা গুগল প্লে স্টোর থেকে অ্যাপসটি ডাউনলোড করতে পারবেন।

এই অ্যাপসের মাধ্যমে রশিদে দেওয়া ভ্যাট নিবন্ধন নম্বর যদি সঠিক হয় তাহলে অনুসন্ধান এর ফলাফল হিসেবে ব্যবসা-প্রতিষ্ঠানের নাম এবং ঠিকানা দেখা যাবে। আর যদি সঠিক না হয় তাহলে কোনো ফলাফল পাওয়া যায়নি (No Result Found) লেখাটি দেখতে পাবেন।

অনুসন্ধানের ফলাফল `No Result Found` দেখালে যা করবেন :

যদি কোনো প্রতিষ্ঠান সম্প্রতি নিবন্ধন করে থাকে তাহলে তাদের তথ্য রাজস্ব বোর্ডের ওয়েবসাইট http://www.nbr.gov.bd/ এ আপডেট হতে সময় লাগতে পারে। তাই যদি অনুসন্ধানের ফলাফল No Result Found হয় তাহলে সেই প্রতিষ্ঠানের নিবন্ধন সনদ দেখতে চান। মূল্য সংযোজন কর আইন অনুযায়ী নিবন্ধিত প্রতিটি প্রতিষ্ঠানে নিবন্ধন সনদ প্রকাশ্য স্থানে ঝুলিয়ে রাখার বাধ্যবাধকতা রয়েছে।

অ্যাপসটির ডাউনলোড লিঙ্ক :  https://goo.gl/wjuOzg

এসআইএস/এসএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।