করোনার কারণে ইসির দরপত্রের সময় পরিবর্তন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:১০ এএম, ২৫ মার্চ ২০২০
ফাইল ছবি

করোনাভাইরাসের কারণে সরকার সাধারণ ছুটি ঘোষণা করায় নির্বাচন কমিশনের (ইসি) একটি দরপত্রের সময় পরিবর্তন করা হয়েছে। গত ২৪ মার্চ ইসির মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার মো. ইকবাল জাভীদ এক বিজ্ঞপ্তিতে এই সময় পরিবর্তন করেন।

সূত্র জানায়, ‘সাপ্লাই, ইন্সটলমেন্ট অ্যান্ড কনফিগারেশন অব নেটওয়ার্ক ইকুইপমেন্ট অ্যান্ড মেইনটেন্যান্স অব ইসিএস নেটওয়ার্ক’ শীর্ষক দরপত্রের সময় পরিবর্তন করা হয়েছে।

ইসির মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার মো. ইকবাল জাভীদ জাগো নিউজকে জানান, আগে টেন্ডার বিক্রির শেষ দিন ছিল ২৮ মার্চ। আর ২৯ মার্চ সকাল ১১টা পর্যন্ত ছিল টেন্ডার জমা দেয়ার শেষ সময় এবং একই দিন ১১টা ১৫ মিনিটে টেন্ডার উন্মুক্ত করার কথা ছিল। এই সময় পরিবর্তন করে বাড়ানো হয়েছে। সাধারণ ছুটি ঘোষণা করার কারণে এই সময় বাড়ানো হয়েছে।

সংশোধিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, টেন্ডার বিক্রির শেষ দিন ১২ এপ্রিল, টেন্ডার জমা দেয়ার শেষ দিন ১৩ এপ্রিল ১১টায় এবং টেন্ডার উন্মুক্ত করা হবে ১৩ এপ্রিল ১১টা ১৫ মিনিটে।

পিডি/জেএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।