ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে সুইডেন


প্রকাশিত: ০৯:৩৯ এএম, ৩০ অক্টোবর ২০১৪

রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে সুইডেন। বৃহস্পতিবার দেশটির পররাষ্ট্রমন্ত্রী মারগট ওয়ালস্ট্রম এ তথ্য জানিয়েছেন। সুইডেনের জাতীয় দৈনিক ‘ডেগেনস নাইহেটার’ এ প্রকাশিত এক বিবৃতিতে স্বীকৃতির বিষয়টি জানানো হয়।

বিবৃতিতে পররাষ্ট্রমন্ত্রী মারগট ওয়ালস্ট্রম বলেন, “রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনকে স্বীকৃতি দেবার সিদ্ধান্ত নিয়েছে সুইডেন সরকার। ফিলিস্তিনিদের অধিকার রক্ষায় আমাদের এ সিদ্ধান্ত এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।”

আন্তর্জাতিক মধ্যস্থতাকারী হিসেবে সুপরিচিত দেশ সুইডেনের এ সিদ্ধান্ত ইউরোপীয় ইউনিয়নের পর-রাষ্ট্রনীতিকে প্রভাবিত করবে বলে ধারণা করছেন বিশ্লেষকরা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।