প্রশাসক হাসিনা দৌলাকে দুদকে তলব


প্রকাশিত: ০৫:৪৮ এএম, ১২ অক্টোবর ২০১৫

ভুয়া প্রকল্পের নামে প্রায় ১০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ঢাকা জেলা পরিষদের প্রশাসক হাসিনা দৌলাকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন-দুদক। রোববার দুদকের উপ-পরিচালক মো. তৌফিকুল ইসলাম এ তলব নোটিশ পাঠিয়েছেন।

নোটিশ অনুযায়ী, আগামী ২১ অক্টোবর সকাল সাড়ে ১০টায় তাকে দুদকে হাজির হতে হবে। দুদক সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, এই অভিযোগ অনুসন্ধানে সমবায় মন্ত্রণালয় তথ্য সরবরাহ না করায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-সচিবের (জেলা পরিষদ অধিশাখা) কাছে আবারো তথ্য চেয়ে চিঠি পাঠানো হয়েছে। এর আগে ১৭ সেপ্টেম্বর তথ্য চেয়ে চিঠি দেয় দুদক। এবারের চিঠিতে আগামী ২৫ অক্টোবরের মধ্যে চাহিদা অনুসারে প্রয়োজনীয় নথিপত্র সরবরাহ করতে বলা হয়েছে।

জেডএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।