আশুলিয়ায় বাসচাপায় শ্রমিক নিহত : মিনিবাসে অগ্নিসংযোগ
আশুলিয়ার জামগড়া এলাকায় মিনিবাসচাপায় এক নারী শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনার প্রতিবাদে ক্ষুদ্ধ শ্রমিকরা সড়ক অবরোধ ও দুটি মিনিবাসে আগুন দিয়েছেন। এসময় বেশ কয়েকটি যানবাহন ভাঙচুরও করেছেন তারা।
শ্রমিকদের অবরোধের ফলে বাইপাইল-আব্দুল্লাপুর সড়কে প্রায় আধা ঘণ্টা বন্ধ ছিল যানচলাচল। সোমবার সকাল ৯টায় ওই সড়কের জামগড়া এলাকায় অবরোধ করেন শ্রমিকরা। এর আগে সকাল আটটার দিকে নিজ কর্মস্থলে যাওয়ার পথে মিনিবাস চাপায় মারা যান স্থানীয় পলমল গ্রুপ নামের একটি পোষাক কারখানার এক নারী শ্রমিক।
আশুলিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিন হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জাগো নিউজকে জানান, জামগড়া এলাকার পলমল গ্রুপের এক নারী শ্রমিক রাস্তা পার হওয়ার সময় গ্রামীণ সেবা নামের একটি মিনিবাস তাকে চাপা দেয়। এরপর তাকে হাসপাতালে নেয়া হলে তার মৃত্যু হয়।
এ খবর কারখানার শ্রমিকদের মাঝে ছড়িয়ে পড়লে সকাল ৯টার দিকে কাজ বন্ধ রেখে শ্রমিকরা রাস্তায় নেমে এসে সড়ক অবরোধ করেন। এসময় তারা বেশ কয়েকটি যানবাহন ভাঙচুর ও গ্রামীণ সেবা নামের দুটি মিনিবাসে আগুন ধরিয়ে দেন।
সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের অবরোধ তুলে নেয়ার অনুরোধ করলেও শ্রমিকরা অবরোধ চালিয়ে যান। পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের ধাওয়া দিয়ে সড়িয়ে দেয়।
ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল হামিদ জানান, সংবাদ পেয়ে পুলিশের সহযোগিতায় মিনিবাস দুটির আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে তার আগেই বাস দুটির বেশিরভাগ অংশ পুড়ে গেছে।
আল-মামুন/এমজেড/এমএস